Osman Hadi | ভারত পালিয়েছে হাদির খুনি! ঢাকার দাবি নস্যাৎ ভারতের, ‘মিথ্যাচার’ ফাঁস মেঘালয় পুলিশেরও

দাবি করা হয়, ভারতে পালিয়েছে হাদির খুনিরা। যদিও তাদের সে দাবি খারিজ করল মেঘালয় পুলিশ ও বিএসএফ।
ঢাকা দাবি করেছিল হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গিয়েছে। এদিন বিএসএফ বলল, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমের কিছু অংশ মিথ্যে ও কাল্পনিক গল্প প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে। এই ধরনের মিথ্যে সীমান্তবর্তী সংবেদনশীল রাজ্য মেঘালয়ের শান্তি, স্থিতিশীলতা বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।’ মেঘালয়ে পুলিশের বিবৃতি জারি করে জানিয়েছে, “বাংলাদেশ পুলিশের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্য আমাদের দেওয়া হয়নি। সরকারি কিংবা মৌখিকভাবেই বাংলাদেশ পুলিশ এবিষয়ে আমাদের কিছুই জানায়নি। এমন কোনও অভিযুক্তকে এ পারে এসেছে বলে মেঘালয় পুলিশের কাছেও কোনও তথ্য নেই। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।”
