East Bengal | ডুরান্ড কাপে সহজ জয় অস্কার ব্রুজোর ছেলেদের, ৫:০ গোলে সাউথ ইউনাইটেড এফসি’কে হারালো ইস্টবেঙ্গল

Wednesday, July 23 2025, 4:15 pm
East Bengal | ডুরান্ড কাপে সহজ জয় অস্কার ব্রুজোর ছেলেদের, ৫:০ গোলে সাউথ ইউনাইটেড এফসি’কে হারালো ইস্টবেঙ্গল
highlightKey Highlights

সাউথ ইউনাইটেড এফসি’কে ৫:০ গোলে হারিয়ে দিলেন অস্কার ব্রুজোর ছেলেরা।


ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত অস্কার ব্রুজোর ছেলেরা। এদিন সল্টলেক স্টেডিয়ামে ৫:০ গোলে সাউথ ইউনাইটেড এফসি’কে হারালো লাল হলুদ শিবির। এদিন খেলার শুরু থেকেই আক্রমণত্মক ইস্টবেঙ্গল। ম্যাচের ১২ মিনিটে লালচুংনুঙ্গার দূরপাল্লার বিশ্বমানের শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির আগে ২৯ বছর বয়সি স্প্যানিশ তারকা ক্রেসপোর গোলে ২ পয়েন্টে এগিয়ে যায় তাঁরা। অভিষেক ম্যাচে ৮০ মিনিটে গোল করলেন বিপিন সিং। ৮৭ মিনিটে ফের গোল দিয়ামান্তাকোসের। ৯০ মিনিটে স্কোরলাইন ৫:০ করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করলেন মহেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File