Eastbengal vs Kerala Blasters | ISLএ কেরল ব্লাস্টার্সকে ২:১ গোলে হারিয়ে জয়ের মুকুট হাসিল করলো ইস্টবেঙ্গল
Friday, January 24 2025, 4:37 pm
Key Highlights
ISLএ জয়ে ফিরল ইস্টবেঙ্গল! কেরল ব্লাস্টার্সকে ২:১ গোলে হারাল অস্কার ব্রুজোর ছেলেরা।
ISLএ হোম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ২:১ গোলে হারালো অস্কার ব্রুজোর ছেলেরা। সল্টলেক স্টেডিয়ামে লাল হলুদের হয়ে এদিন গোলদুটি করলেন ভারতীয় ব্রিগেডের তরুণ তুর্কি পিভি বিষ্ণু এবং জর্ডনের ফুটবলার হিজাজি মাহের। শেষদিকে ম্যাচের ৮৪ মিনিটে কেরলের হয়ে দানিশ ফারুক এক গোল করলেন, ফলে নিরঙ্কুশ জয় পেলো না ইস্টবেঙ্গল। তবে এদিন ম্যাচের প্রতিটা মিনিট দুধর্ষ খেলেছে ইস্টবেঙ্গল। এই ফর্ম বজায় থাকলে চলতি মরসুমে প্রতিপক্ষ দলদের ভয় ধরাতে পারে লাল হলুদ।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- আইএসএল
- কেরল
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ইমামি ইস্টবেঙ্গল