Operation Sindoor | 'অপারেশন সিঁদুর'- কেন এই নাম? জানিয়েছে ভারতীয় সেনা
Wednesday, May 7 2025, 5:18 am

কেন এই অভিযানের নাম ‘সিঁদুর’ রাখা হলো? এর পেছনের কারণ কী? জেনে নিন
২২ এপ্রিল ২৬ জন নিরীহ হিন্দু পর্যটকের রক্তে লাল হয়েছিল ভূস্বর্গ কাশ্মীর। এই মর্মান্তিক শোকের বদলা হিসেবেই ভারতের মধ্যরাতের অপারেশনের নাম রাখা হল ‘অপারেশন সিঁদুর’। হিন্দু ধর্ম মতে স্ত্রীরা বিবাহের সময় স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরে থাকেন। সিঁদুরের এই রক্ত লাল রং সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। এই সিঁদুরই ২২এপ্রিল মুছে দিয়েছিলো জঙ্গিরা। বুধবার মাঝরাতে ভারতীয় সেনার এক্স প্রোফাইলে 'অপারেশন সিঁদুর' লেখা একটি ছবি শেয়ার করা হয় যার ক্যাপশন ছিল 'Justice is Served, Jai Hind!'
- Related topics -
- দেশ
- সিঁদুর
- অপারেশন সিঁদুর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক-সেনা
- ভারতীয় বায়ুসেনার মিগ-২১
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় বায়ুসেনা
- সেনাকর্মী
- ভারতীয় সেনা
- ভারতীয়
- জম্মু-কাশ্মীর