দেশ

Operation Sindoor | 'অপারেশন সিঁদুরে' নিকেশ প্রায় ১০০ জঙ্গি! 'এখনও শেষ হয়নি' সর্বদলীয় বৈঠকে বললেন প্রতিরক্ষা মন্ত্রী!

Operation Sindoor | 'অপারেশন সিঁদুরে' নিকেশ প্রায় ১০০ জঙ্গি! 'এখনও শেষ হয়নি' সর্বদলীয় বৈঠকে বললেন প্রতিরক্ষা মন্ত্রী!
Key Highlights

অপারেশন সিঁদুরে প্রায় ১০০ জঙ্গি নিকেশ হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও POKর ৯ জায়গায় উড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা। এই অপেরেশনে প্রায় ১০০ জঙ্গি নিকেশ হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী গত ৩৬ ঘন্টায় ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে বিরোধীদের অবহিত করেন এবং বলেন সেনা পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাঁর কথায়, ‘এখনও শেষ হয়নি ‘অপারেশন সিঁদুর’। বাকি এখনও আরও টার্গেট।’ এদিকে বৈঠক শেষে সব রাজনৈতিক দল জানিয়েছে, ‘‘এই ইস্যুতে কেন্দ্র যা করবে তাতেই তাঁরা থাকবেন। এটা এখন প্রশ্ন তোলার সময় নয়।’’