Daniel Pearl | 'অপারেশন সিঁদুর' ন্যায় দিলো মার্কিন ইহুদি সাংবাদিক ড্যানিয়েল পার্লকে! উঠে এলো ২৩ বছর আগের ছবি!

Thursday, May 8 2025, 2:46 pm
highlightKey Highlights

'অপারেশন সিঁদুর' কেবল পহেলগাঁও হামলারই প্রতিশোধই নেয়নি, প্রতিশোধ নিয়েছে মার্কিন ইহুদি সাংবাদিক ড্যানিয়েল পার্লের খুনেরও।


'অপারেশন সিঁদুর' কেবল পহেলগাঁও হামলারই প্রতিশোধই নেয়নি, প্রতিশোধ নিয়েছে মার্কিন ইহুদি সাংবাদিক ড্যানিয়েল পার্লের খুনেরও। ২৩ বছর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পাকিস্তানে যান সংবাদ সংগ্রহে। কিন্তু ড্যানিয়েলকে অপহরণ করে খুন করে জঙ্গিরা।সেইসময় বাড়িতে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। জঙ্গিরা সেইসময় ড্যানিয়েলের কয়েকটি ছবি ছেড়েছিল। সেই ছবি পোস্ট করে অ্যামি মেকেলবার্গ লেখেন,“পার্লকে হত্যার পিছনে মূল ষড়যন্ত্রকারী ছিল রউফ আজহার। তাকে খতম করে পার্লের হত্যার ন্যায় পাইয়ে দিল ভারত।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File