Operation Shield | পাকিস্তান সীমান্তবর্তী জেলায় ‘অপারেশন শিল্ড’, আগামীকাল সন্ধ্যায় হবে মক ড্রিল!
Friday, May 30 2025, 7:40 am
Key Highlights৩১ মে সন্ধ্যায় পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলি গুজরাট, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে হবে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলার মহড়া বা মক ড্রিল।
বৃহস্পতিবারের বদলে আগামীকাল, ৩১ মে সন্ধ্যায় পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলি গুজরাট, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে হবে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলার মহড়া বা মক ড্রিল। এই মহড়ার প্রাথমিক উদ্দেশ্য আকাশপথে হামলার সময়ে কন্ট্রোল রুম এবং সতর্কতা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা। উল্লেখ্য, ৭ থেকে ১০ মে ভারত পাক সংঘর্ষ চলাকালীন সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েক ভারতীয় নাগরিক। এরপরই ‘অপারেশন শিল্ড’ শুরু করেছে ভারত সরকার। এই মহড়া তারই অংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- মহড়া
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- পাঞ্জাব
- গুজরাট
- রাজস্থান
- জম্মু-কাশ্মীর

