Sam Altman | OpenAIর প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! মামলা করলেন তাঁরই নিজের বোন

Wednesday, January 8 2025, 9:36 am
highlightKey Highlights

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT তৈরি করা সংস্থা OpenAIর প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ!


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT তৈরি করা সংস্থা OpenAIর প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ! এই অভিযোগ করেছেন খোদ অল্টম্যানের বোন অ্যনি অল্টম্যান। অ্যনি ফেডারেল কোর্টে মামলা দায়ের করে অভিযোগ তোলেন, ছোটবেলায় মাত্র ৩ বছর বয়স থেকেই তাঁকে যৌন নিগ্রহ করতেন স্যাম অল্টম্যান। পাল্টা স্যাম অল্টম্যান, তাঁর ভাই এবং মা এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি বলেন, অ্যনির অভিযোগ মিথ্যে এবং তিনি বেশ কিছু বছর ধরে মানসিকভাবে অসুস্থ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File