OpenAI | Google-কে ছাপিয়ে দেবে কৃত্তিম বুদ্ধিমত্তা? সার্চ ইঞ্জিন হিসেবে SearchGPT আনছে OpenAI
Monday, July 29 2024, 4:09 am
Key Highlights
চ্যাটবট চ্যাটজিপিটির পর সার্চ ইঞ্জিন হিসেবে এবার আনা হচ্ছে সার্চজিপিটি।
Google-কে টক্কর দিতে সার্চ ইঞ্জিন হিসেবে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা ওপেনএআই। এই সংস্থা ঘোষণা করেছে, চ্যাটবট চ্যাটজিপিটির পর সার্চ ইঞ্জিন হিসেবে এবার আনা হচ্ছে সার্চজিপিটি। ইন্টারনেটে ছড়িয়ে থাকা তথ্যের ‘রিয়েল টাইম অ্যাক্সেসে’র সুযোগ করে দেবে সার্চজিপিটি। সেখানে এক অতিকায় টেক্সটবক্সে লেখা থাকবে ‘হোয়াট আর ইউ লুকিং ফর?’ কিন্তু এক্ষেত্রে কেবল পর পর লিংকের তালিকা পেশ না করে অন্য পথে হাঁটবে এই সার্চ ইঞ্জিন। ব্যবহারকারীর সার্চের চরিত্র বুঝে সেইভাবে তথ্য তুলে ধরবে সার্চজিপিটি।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- গুগল