Ahmedabad Plane Crash | ট্রমা কাটেনি এখনও! কারোর সাথে কথা বলছেননা একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ

Sunday, July 13 2025, 6:26 am
Ahmedabad Plane Crash | ট্রমা কাটেনি এখনও! কারোর সাথে কথা বলছেননা একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ
highlightKey Highlights

দুর্ঘটনার এক মাস কেটে গিয়েছে, কিন্তু সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছেন না আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ।


১২ই জুন আমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭০ জন। একমাত্র জীবিত অবস্থায় বেরিয়ে এসেছিলেন বিমানের 11A সিটে বসা যাত্রী বিশ্বাস কুমার রমেশ। ১৭ জুন হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। তাঁর চোখের সামনেই মৃত্যু হয়েছে তাঁর দাদার। অসুস্থ শরীরে দাদার শেষকৃত্য করেছেন তিনি। বিশ্বাসের খুড়তুতো ভাই সানি জানিয়েছেন, "বিশ্বাস কারোর সঙ্গে কথা বলে না। ও এখনও বিমান দুর্ঘটনা এবং ওঁর দাদার মৃত্যুর ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় বিশ্বাসের। মাঝ রাতে ঘুম থেকে উঠে বসে থাকে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File