দেশ

WB Toppers in NEET-UG 2025 | NEET-এর মেধাতালিকায় বাংলা থেকে প্রথম ১০০তে মাত্র ৩! নেই কোনো ছাত্রী

WB Toppers in NEET-UG 2025 | NEET-এর মেধাতালিকায় বাংলা থেকে প্রথম ১০০তে মাত্র ৩! নেই কোনো ছাত্রী
Key Highlights

শনিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম ১০০ জনের মধ্যে মাত্র তিনজন পশ্চিমবঙ্গের প্রার্থী।

প্রকাশ হয়েছে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) মেধাতালিকা। তালিকায় প্রথম ১০ এর মধ্যে নেই বাংলার কোনো ছাত্রছাত্রী। প্রথম ২০ এর মধ্যে আছে দুজন। প্রথম ১০০ জনের মধ্যে মোট তিনজন পশ্চিমবঙ্গের প্রার্থী। NEET পরীক্ষায় পশ্চিমবঙ্গের টপারদের তালিকা: ১) রচিত সিনহা চৌধুরী, সার্বিক র‍্যাঙ্ক ১৬, পার্সেন্টাইল ৯৯.৯৯৯১৮৫৩। ২) রূপায়ন পাল, সার্বিক র‍্যাঙ্ক ২০, পার্সেন্টাইল ৯৯.৯৯৯০৪৯৫। ৩) অনীক ঘোষ, সার্বিক র‍্যাঙ্ক ৬৭, পার্সেন্টাইল ৯৯.৯৯৬৮৩১৬। সার্বিকভাবে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হার হল ৫৫.৯৬ শতাংশ।