বাণিজ্য

Medicine Quick Commerce | ক্যুইক কমার্স প্ল্যাটফর্মে দখল বাড়াতে উদ্যোগী অনলাইন ফার্মা প্ল্যাটফর্মগুলি!

Medicine Quick Commerce | ক্যুইক কমার্স প্ল্যাটফর্মে দখল বাড়াতে উদ্যোগী অনলাইন ফার্মা প্ল্যাটফর্মগুলি!
Key Highlights

বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরের মধ্যে এই বাজারের আয়তন ৪.৫ বিলিয়ন ইউএস ডলারে দাঁড়াবে।

ভারতে ক্রমশই বাড়ছে ক্যুইক কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার। এবার এই দৌড়েই সামিল হতে উদ্যোগী নেটমেডস, টাটা ১এমজি, ফার্মইজ়ি এবং অ্যাপোলো ২৪/৭ এর মতো অনলাইন ফার্মা প্ল্যাটফর্মগুলি। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরের মধ্যে এই বাজারের আয়তন ৪.৫ বিলিয়ন ইউএস ডলারে দাঁড়াবে। ফুলে এই বিপুল বাজারে দখল বাড়াতে উঠেপড়ে লেগেছে অনলাইন ফার্মা সমেত ই কমার্স সংস্থাগুলি। অ্যাপোলো ২৪/৭ এর চিফ এগজ়িকিউটিভ অফিসার মাধিবনন বালাকৃষ্ণণ জানিয়েছেন,  শহর কলকাতায় ৮৫ শতাংশের বেশি অর্ডারই ফাস্ট ডেলিভারি পরিষেবার মাধ্যমে হয়ে থাকে।