ONGC Gas Leak | অন্ধ্রে ONGC-র তেলের কূপ সারাতে গিয়ে অগ্নিকান্ড, তড়িঘড়ি গ্রামবাসীদের সরাচ্ছে প্রশাসন

Monday, January 5 2026, 2:55 pm
ONGC Gas Leak | অন্ধ্রে ONGC-র তেলের কূপ সারাতে গিয়ে অগ্নিকান্ড, তড়িঘড়ি গ্রামবাসীদের সরাচ্ছে প্রশাসন
highlightKey Highlights

গ্যাস ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। ওএনজিসির তরফেই পুলিশে খবর দেওয়া হয়।


অন্ধ্রের কোনাসেমা জেলার রাজোল এলাকায় রয়েছে ওএনজিসির তৈলভাণ্ডার। সোমবার সেখানে একটি তেলের কুয়ো সারাতে গিয়ে বিপত্তি ঘটে। বিপুল পরিমাণ তেলের সঙ্গে গ্যাস মিশে ঘন কুয়াশার মতো স্থানীয় গ্রামে ছড়িয়ে পড়ে। তাঁর জেরে তেলের কুয়োয় দাউদাউ করে আগুন ধরে যায়। এর জেরে বিদ্যুৎ এবং গ্যাস ব্যবহার করতেও বারণ করা হয়েছে সকলকে। দ্রুত ONGCর তরফে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ এসে স্থানীয় ইরুসুমানডা গ্রাম থেকে গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরাতে শুরু করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন ওএনজিসির কর্তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File