Ranaghat Fuel Reserve | বঙ্গে ফের মিললো বিপুল তৈলভাণ্ডার, বাজারমূল্য প্রায় ৪১ হাজার কোটি!
Friday, July 25 2025, 5:42 pm

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁকপুল ও নদিয়া জেলার রানাঘাটে বিরাট জ্বালানির ভাণ্ডার পাওয়া গিয়েছে।
অশোকনগরের পর ফের বাংলার বুকে তৈল খনির সন্ধান মিললো। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁকপুল ও নদিয়া জেলার রানাঘাটে বিরাট জ্বালানির ভাণ্ডার পাওয়া গিয়েছে। ONGCএর অধীনে WB-ONN-2005/4 নম্বর ব্লকে এই শক্তি ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। তথ্য অনুযায়ী, মোট শক্তির পরিমাণ প্রায় ০.৯৮ মিলিয়ন মেট্রিক টন তেলের সমতুল্য। যাঁর বাজারমূল্য আনুমানিক ৪১,০৭০ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কারে কর্মসংস্থান হবে এলাকায়, জাতীয় জ্বালানি নিরাপত্তাও আরও মজবুত হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অপরিশোধিত তেল
- খনি