দেশউত্তরপ্রদেশের কার্ফু চলাকালীন বাইরে বেড়োনোয় পুলিশের মারে হত কিশোর, বিক্ষোভ শুরু করে স্থানীয় মানুষ

Key Highlightsকরোনার অতিমারি রুখতে উত্তরপ্রদেশে জারি রয়েছে কার্ফু। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের উন্নওয়ে একটি ১৭ বছরের কিশোর কার্ফু না মেনেই বাড়ির বাইরে বের হয়। কার্ফু না মানায় ওই কিশোর কে পিটিয়ে মারাবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, কার্ফু চলাকালীন গত শুক্রবার দুপুর ৩টে নাগাদ সে তাঁর নিজের বাড়ির বাইরে সবজি বিক্রি করছিল। অভিযোগ তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয় এমনকি থানায় গিয়েও মারধর করায় তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে ।পরবর্তীতে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল কে সাসপেন্ড করা হয়েছে।