One Nation One Election | চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনেই পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’
চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনেই সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’।
চলতি শীতকালীন অধিবেশন কিংবা পরবর্তী অধিবেশনে সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’। এই বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। বিল নিয়ে আলোচনা ও ঐক্যমত জোগাড় করতে এটি ‘যৌথ সংসদীয় কমিটি’তে পাঠানোরও পরিকল্পনা রয়েছে বলে খবর। বুদ্ধিজীবী, সুশীল সমাজের পাশাপাশি বিধানসভার স্পিকারদেরও এই বিষয়ে মতামত জানানোর জন্য আমন্ত্রণ জানানো হবে। উল্লেখ্য, গত মার্চ মাসে দ্রৌপদী মুর্মুর কাছে ‘এক দেশ, এক নির্বাচন' নিয়ে কেন্দ্রের তৈরী বিশেষ কমিটি রিপোর্ট জমা দিয়েছে। যেখানে এর পক্ষে সায় দেওয়া হয়।