Durga Puja 2024 | মহালয়াতে আগমন, মহালয়াতেই বিসর্জন! একদিনের দুর্গাপুজো হয় ধেনুয়া গ্রামে
বার্নপুরের ধেনুয়া গ্রামে একদিনের অভিনব "আগমনী দুর্গা" পুজোতে সপ্তমী থেকে নবমী একদিনেই পালন করা হয়।
দেবীপক্ষের সূচনাতেই আগমন, দেবীপক্ষের সূচনাতেই বিসর্জন। ভোর থেকে শুরু হয় দুর্গা পুজো। একদিনেই সপ্তমী অষ্টমী ও নবমী। চাররকমের ভোগ করতে হয় একদিনেই। দশমীর পুজো শেষে ঘট বিসর্জন হয়ে গেলেও মাতৃ প্রতিমা রেখে দেওয়া হয়। একদিনের এই অভিনব দুর্গাপুজো হয় দামোদরের নদীর তিরে ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাইত ছিলেন জ্যোতিন মহারাজ। তাঁর গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন ১৯৭৮ সাল থেকে। দশভূজা দেবী এখানে সিংহবাহিনী হলেও অসুরদলনী নন।
- Related topics -
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- অন্যান্য
- রাজ্য