China-Pak | পাকিস্তানে একের পর এক হামলা! এবার অগ্নিগর্ভ পাকভূমিতে সেনা মোতায়েন করতে চলছে চিন!
Tuesday, March 18 2025, 11:12 am
Key Highlightsপাকিস্তানে পর পর হামলা চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। দু’দিনে মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার।
পাকিস্তানে পর পর হামলা চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। দু’দিনে মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার। এই অবস্থায় অগ্নিগর্ভ পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলছে চিন! আসলে বালোচ বিদ্রোহীরা যেমন পাক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তেমনই তাদের টার্গেট পাকিস্তানে থাকা চিনা আধিকারিকরাও। কারণ ২০১৫ সালে স্বাক্ষর হওয়া মউয়ের ভিত্তিতে চিন পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর নির্মাণকার্য শুরু হয়। আর এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করেছেন বালোচিস্তান, গিলগিট, বালতিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা।

