Yuvabharati Case | ‘কার জমিতে মেসির মূর্তি বসিয়েছেন সুজিত বসু?’ যুবভারতী মামলা নিয়ে প্রশ্ন বিচারপতির!

Monday, December 22 2025, 1:05 pm
Yuvabharati Case | ‘কার জমিতে মেসির মূর্তি বসিয়েছেন সুজিত বসু?’ যুবভারতী মামলা নিয়ে প্রশ্ন বিচারপতির!
highlightKey Highlights

কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থ সারথী সেনের প্রশ্ন, সুজিত বসু মেসির যে বিশালাকার মূর্তি করেছেন, সেটা কি সরকারি জমিতে?


যুবভারতী মামলায় এবার উঠে এল মেসির মূর্তি প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থ সারথী সেনের প্রশ্ন, সুজিত বসু মেসির যে বিশালাকার মূর্তি করেছেন, সেটা কি সরকারি জমিতে ? না ব্যক্তিগত জমিতে বসানো হয়েছে? সরকারি জমিতে এভাবে ব্যক্তিগতভাবে কিছু বসানো যায়? এদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, ৬৫ কোটি টাকা আগেই দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে রাজ্যের তরফে কল্যাণ বলেন, “এটা আমরা জানি না। মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন। রাজ্য আর কি করতে পারে?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File