Vaishno devi Land slide | বৈষ্ণোদেবীর রাস্তায় ভূমিধস, মৃত কমপক্ষে ৩১, আহত অন্ততঃ ২৩, ধ্বংসস্তূপে আটক একাধিক
Wednesday, August 27 2025, 4:18 am

ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু এবং ২৩ জন আহত হয়েছে বলে খবর।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার ভারী বৃষ্টিপাতের জেরে জম্মু ও কাশ্মীরের কাটরার অর্ধকুমারীর কাছে মাতা বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভয়াবহ ভূমিধস নেমেছে। এ ঘটনায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু এবং ২৩ জন আহত হয়েছে। নিখোঁজ একাধিক পুণ্যার্থী। জম্মুতে ভেঙে পড়েছে সেতু। বিদ্যুতের লাইন এবং মোবাইল টাওয়ারগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- ভূমিধস
- বৃষ্টিপাত
- নিহত
- আহত