Bangladesh । বারবার ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশি দস্যুদের, সীমান্তে গুলি চালাতে বাধ্য হলো BSF
বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার মধ্যে অনুপ্রবেশের লক্ষ্যে ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করছিল বাংলাদেশি দস্যুরা। তখনই বাধা দেয় বিএসএফ।
অশান্ত বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পর থেকেই সীমান্ত থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করছিলো বাংলাদেশি দস্যুরা। বৃহস্পতিবার গভীর রাতে মালদার খুটাদহ সীমান্তে ঘন কুয়াশার মধ্যে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করছিল বাংলাদেশি দস্যুরা। তখনি তাঁরা বিএসএফ দের মুখোমুখি হয়। তাঁদের ওপর হামলা করে দস্যুরা। আত্মরক্ষার স্বার্থে বাধ্য হয়ে আকাশে ২ রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা। এতে কেউ আহত হয়নি। গুলির ভয়ে দস্যুরা পালিয়ে যায়। কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।