Junior Doctor Protest | 'তিলোত্তমা'র বাবা মায়ের অনুরোধে জুনিয়র ডাক্তারদের 'আমরণ অনশন' কর্মসূচি প্রত্যাহার
নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা।
'আমরণ অনশন' কর্মসূচি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের বৈঠক থেকে ফিরে আলোচনায় বসে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা। জুনিয়র ডাক্তাররা বলেন, 'আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা এসে অনুরোধ করছেন। তাঁরা জানাচ্ছেন, তাঁরা এক সন্তান হারিয়েছেন। কিন্তু অনশনরতদের কারও কিছু যেন না হয়।' মূলত তাঁদের অনুরোধ রেখেই 'আমরণ অনশন' প্রত্যাহার করা হচ্ছে বলে জানান জুনিয়র চিকিৎসকরা। এদিকে নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা।