KIFF 2025 | চলচ্চিত্র উৎসবের অন্তিম দিনেও জমজমাট নন্দন, কোন কোন ছবি দেখতে পাবেন এদিন?
Wednesday, November 12 2025, 4:49 pm
Key Highlightsচলচ্চিত্র উৎসবের শেষদিনে শহরের কোন প্রেক্ষাগৃহে কোন কোন ছবি প্রদর্শিত হচ্ছে জেনে নিন।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম দিনে নন্দন ১-এ সকাল ১১টায় রয়েছে ‘ট্র্যাকার’, সকাল ১১.৩০-এ ইটালির ক্লাসিক ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট’, দুপুর ২টোয় এখানেই দেখানো হবে ‘ঘোস্ট এলিফ্যান্ট’। সকাল ১১টায় নন্দন ২-এ দেখতে পারেন শ্রীলঙ্কার ‘গেহেনু লামাই’ ছবিটি শিশির মঞ্চে দুপুর দেড়টা. দেখতে পারেন জয়দীপ মুখোপাধ্যায়ের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পেইন্টেড মেমোরিজ ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর’। নজরুল তীর্থে সকাল ১১টায় রয়েছে ‘রিসারেকশন’, বেলা ৪টেয় আমেরিকার ছবি ব্লু মুন।
- Related topics -
- বিনোদন
- সিনেমাা
- শহর কলকাতা
- নতুন ছবি
- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- চলচ্চিত্র উৎসব
- বাংলা চলচ্চিত্র
- কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
- নন্দন

