Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা

Sunday, November 24 2024, 5:31 pm
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
highlightKey Highlights

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শৌচাগারের কোনও আবর্জনায় আগুন লাগে। তবে সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।


রবিবার রাতে হঠাৎ কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! সূত্রের খবর, মেন বিল্ডিংয়ের দোতলায় কার্ডিওলজি বিভাগের কাছে একটা শৌচাগারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রে খবর, হাসপাতালে আগুন লাগলেও ওয়ার্ডে কোনওভাবে আগুন ছড়ায়নি। ফলে রোগীদের সরানোর মতো পরিস্থিতি হয়নি। যদিও রোগীদের মধ্যে ও রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শৌচাগারের কোনও আবর্জনায় আগুন লাগে। তবে সেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File