IIT Student Death । আইআইটির হোস্টেলরুমে ঝুলছে ছাত্রের মৃতদেহ , দরজা খুলে হতবাক বাবা মা
খড়গপুর আইআইটিতে ফের এক ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হস্টেলে নিজের ঘর থেকে। মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট ভাবে এখনও কিছুই জানা যায়নি।
রবিবার খড়্গপুর আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম শাওন মালিক(২২)। বাড়ি কসবায়। খড়্গপুর আইআইটির তৃতীয় বর্ষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন তিনি। পড়াশোনা সূত্রে হোস্টেলেই থাকতেন। রোববার সকালে তাঁর বাবা মা তাঁর সাথে দেখা করতে এসে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় দরজা ভাঙলে শাওনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।