Kasba Case | মনোজিতের নির্দেশে কেস ‘সেটল’ করার জন্য ফোন নির্যাতিতাকে! পুলিশে নজরে ‘গ্যাং অফ এইট’

মনোজিৎ তার ‘গ্যাং অফ এইট’–এর এক সদস্যকে দায়িত্ব দিয়েছিল কেস ‘সেটল’ করার জন্য।
কসবা আইন কলেজে গণধর্ষণের মামলায় শুক্রবার থেকেই উত্তপ্ত মহানগরী। এতদিন এই মামলার তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশের ন’সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট। বুধবার মামলার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, ঘটনার দিন নির্যাতিতাকে কেস সেটল করার অনুরোধ করতে মনোজিৎ তার ‘গ্যাং অফ এইট’ এর এক মহিলা সদস্যের সাহায্য নেয়। যদিও ওই সদস্যের ফোন তোলেননি নির্যাতিতা। সূত্রের খবর, ২৫ এবং ২৬শে জুন কসবা থানায় নজরও রেখেছিল অভিযুক্তরা। তাঁদের শেষ টাওয়ার লোকেশন ছিল বালিগঞ্জের ফার্ন রোডে।