KIFF 2025 | KIFF-এর মঞ্চে 'বঙ্গবিভূষণ'এ ভূষিত হলেন আরতি মুখোপাধ্যায়-শত্রুঘ্ন সিনহা, সৌজন্যে মুখ্যমন্ত্রী
Thursday, November 6 2025, 1:34 pm
Key Highlightsকলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ধন্যধান্য স্টেডিয়ামে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো। KIFF-এর মঞ্চে এদিন সুগায়িকা আরতি মুখোপাধ্যায় এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে 'বঙ্গভূষণ' সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষাটের দশকের শেষদিকে তাবড় তাবড় অভিনেত্রীদের জন্যে গান গেয়েছেন আরতি দেবী। তাঁর ‘এই মোম জোছনায়’, ‘যদি আকাশ হত আঁখি’ কিংবা ‘আমি মিস ক্যালকাটা’ আজও বাঙালিদের মধ্যে সমান জনপ্রিয়। এরাজ্যে অভিনেতা শত্রুঘ্নের অনুরাগীও কম নয়। পুরস্কার পেয়ে আপ্লুত দুই বর্ষীয়ান তারকা।
- Related topics -
- শহর কলকাতা
- বিনোদন
- চলচ্চিত্র উৎসব
- বাংলা চলচ্চিত্র
- কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
- সিনেমাা
- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- বঙ্গবিভূষণ

