Kaushiki Amavasya | কৌশিকী অমাবস্যায় সূর্য ও চন্দ্রের সংযোগে সুবিধার মুখে ৩ রাশি! হবে ধন-সুখ-শান্তি লাভ!

Friday, August 22 2025, 11:29 am
highlightKey Highlights

আজ কৌশিকী অমাবস্যা। ‘তারা রাত্রি’র বিশেষ মাহাত্ম্য রয়েছে তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে।


আজ কৌশিকী অমাবস্যা। ‘তারা রাত্রি’র বিশেষ মাহাত্ম্য রয়েছে তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে। সেই সঙ্গে এদিন সূর্য ও চন্দ্রের সংযোগে বিশেষ সুবিধার মুখে ৩ রাশি। জ্যোতিষশাস্ত্র বলছে, সিংহ রাশির জাতক জাতিকাদের পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ হবে যা আর্থিক সংকটের অবসান ঘটাবে। মানসিক শান্তি লাভ হবে। তুলা রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। আর্থিক অবস্থা আগের তুলনায় ভালো হবে। সুখ ও শান্তি বজায় থাকবে। মীন রাশির জাতক ও জাতকদের বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতি হবে এবং বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File