দেশ

Jaipur highway | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি

Jaipur highway | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি
Key Highlights

মঙ্গলবার রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হল সানওয়াড়া এলাকায়।

ভয়াবহ দুর্ঘটনা জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কের সানওয়াড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেই সময় পেছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে পরপর সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হতে থাকে। আগুন লেগে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায়। দ্রুত পুলিশ এবং দমকল বিভাগ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে ট্রাকের চালক-সহ ৩ জন আহত হয়েছেন।