খেলাধুলা

IND W VS PAK W | পোকামাকড়ের উৎপাত! সাময়িকভাবে থমকালো মহিলাদের ভারত-পাক বিশ্বকাপ

IND W VS PAK W | পোকামাকড়ের উৎপাত! সাময়িকভাবে থমকালো মহিলাদের ভারত-পাক বিশ্বকাপ
Key Highlights

মাঠ থেকে পোকারা না বেরলেও বাধ্য হয়ে স্টেডিয়াম ছাড়লেন দুই দলের ক্রিকেটাররা। সাময়িক বন্ধ করতে হয় খেলা।

ভারত বনাম পাকিস্তান মহিলা বিশ্বকাপের ম্যাচে তেলাপোকা বিভ্রাট! মহিলা বিশ্বকাপের ম্যাচেও টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান। ভারতের রান তখন ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪। এমন সময় দেখা গেলো ক্রিকেটারদের মাথার উপর ভনভন করছে পোকামাকড়। সবথেকে বেশি সমস্যায় পড়েন ব্যাটার, বোলার এবং উইকেটকিপাররা। বাধ্য হয়ে ১০মিনিট বন্ধ রাখতে হলো খেলা। মাস্ক পরে কলম্বোর স্টেডিয়ামে পোকামাকড় তাড়াতে তৎপর হলেন মাঠকর্মীরা।