Vinesh Phogat | মা হলেন ভিনেশ ফোগাট! অলিম্পিয়ান কুস্তিগিরের ছেলে হলো না মেয়ে?

ঙ্গলবার সকালে হরিয়ানার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ভিনেশ ফোগাট!
মা হলেন অলিম্পিয়ান তথা কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগাট! মঙ্গলবার সকালে হরিয়ানার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালে কুস্তিগির সোমবীর রাঠীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিনেশ। এরপর গত মার্চে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন ভিনেশ। প্রসঙ্গত, প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেও ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ‘বাতিল’ হন ভিনেশ। এরপরই তিনি লিখেছিলেন, ‘মা, কুস্তির কাছেই আমি হেরে গেলাম। ক্ষমা করো। তোমার স্বপ্ন, আমার সাহস সব ভেঙে গেল। আর শক্তি নেই আমার।’