খেলাধুলা

National Shooting Championship । পরিবারসুদ্ধ নামবেন শুটিং এর ময়দানে, অদ্ভুত ঘোষণা অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের

National Shooting Championship । পরিবারসুদ্ধ নামবেন শুটিং এর ময়দানে, অদ্ভুত ঘোষণা অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের
Key Highlights

৬৭ তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে ফের বন্দুক হাতে প্রতিযোগিতায় নামবেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। অংশ নেবে পুরো কর্মকার পরিবার।

অলিম্পিয়ান জয়দীপ কর্মকার শুটিং এর দুনিয়ায় পরিচিত নাম। ২০২২ সাল থেকে ভারতীয় শুটিং দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। তাঁর স্ত্রী রাধিকা কর্মকার একটা সময়ে রাজ্য স্তরে রাইফেলপদকধারী ছিলেন। ছেলে আদ্রিয়ান কর্মকার ভারতের শুটিংয়ে উঠতি তারকা। এবার ৬৭তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে একসাথে খেলতে দেখা যাবে তিনজনকেই। জয়দীপ মাস্টার্স ক্যাটেগরিতে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে, রাধিকা ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে, আদ্রিয়ান পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে খেলবেন।