রহস্যজনকভাবে ২৪ বছর বয়সে প্রয়াত অলিম্পিয়ান সাইক্লিস্ট অলিভিয়া
Tuesday, August 10 2021, 7:03 am
Key Highlightsরিও অলিম্পিক্স ২০১৬-তে নিউজিল্যান্ডের সাইক্লিস্ট অলিভিয়া পডমোর অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি টোকিয়ো অলিম্পিক্সে সুযোগ পাননি। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে করা হচ্ছে, টোকিয়ো অলিম্পিক্সে সাইক্লিং দলে সুযোগ না পাওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি। অলিভিয়ার ভাই মিটচেল নেটমাধ্যমে তাঁর অস্বাভাবিক মৃত্যুর কথা জানিয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে নিউজিল্যান্ডের ক্রীড়ামহলে। প্রশ্ন উঠছে মৃত্যুর নেপথ্যে কি তা হলে ‘পারফরম্যান্স অ্যংজাইটি’ কাজ করেছে? মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- শান্তিতে বিশ্রাম

