বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা তৈরি করতে চলেছে ওলা
Friday, December 15 2023, 11:27 am
Key Highlightsসফ্টব্যাঙ্কের বিনিয়োগ প্রাপ্ত ভারতীয় সংস্থা ওলা লক্ষ্য নিয়েছে ভারতকে বিদ্যুৎ চালিত গাড়ির কেন্দ্রে পরিণত করার। ইতিমধ্যেই বিদ্যুৎ চালিত স্কুটার তৈরির কারখানা তৈরী করতে তামিলনাড়ু সরকারের সঙ্গে একটি মউ চুক্তিতে সই করেছে ওলা। কারখানা তৈরির কাজ শেষ হয়ে গেলে প্রায় ১০ হাজার কর্মসংস্থান হবে এবং তা বিশ্বের সব থেকে বড় স্কুটার উৎপাদন কেন্দ্র হিসাবে গণ্য হবে। ওলা'র চেয়ারম্যান ও গ্রুপ সিইও ভাবীশ আগরওয়াল জানিয়েছেন যে এটি এক মাইলফলক হতে চলেছে। এই ক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে সম্প্রতি জেনারেল মোটরের প্রাক্তন কর্তা হোসে পিনহেইরোকে তাদের আন্তর্জাতিক উৎপাদন ও পরিচালন বিভাগের প্রধান নিয়োগ করেছে ওলা।