দেশ

Odisha | পিসিকে বিয়ে করেছে ভাইপো, 'শাস্তি' হিসেবে লাঙলে বেঁধে হালচাষ করানো হল যুবক যুবতীকে!

Odisha | পিসিকে বিয়ে করেছে ভাইপো, 'শাস্তি' হিসেবে লাঙলে বেঁধে হালচাষ করানো হল যুবক যুবতীকে!
Key Highlights

পিসিকে বিয়ে করেছে ভাইপো, সেই 'অপরাধে' ষাঁড়ের মতো লাঙলে বেঁধে হালচাষ করানো হল যুবক যুবতীকে!

পিসিকে বিয়ে করেছে ভাইপো, সেই 'অপরাধে' ষাঁড়ের মতো লাঙলে বেঁধে হালচাষ করানো হল যুবক যুবতীকে! ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়া কাঞ্জামাঝিরা গ্রামে। জানা গিয়েছে, একে অপরের প্রেমে পড়ে বিয়ে করেন পিসি এবং ভাইপো। কিন্তু তাঁদের সম্পর্কে অবৈধ বলে দাগিয়ে দেন গ্রামবাসীরা। তারই 'শাস্তি' হিসেবে লাঙল বেঁধে যুবক এবং যুবতীকে হালচাষ করানো হয়। মারা হয় কঞ্চি দিয়েও। এমনকি যুবতীর শরীর স্পর্শ করতে দেখা যায় কমপক্ষে দুই পুরুষকে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। যদিও আপাতত কাউকে গ্রেফতারির খবর মেলেনি।