Odisha FC | অনিশ্চিত ISL-এর ভবিষ্যৎ, খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করল ওড়িশা এফসি

Friday, August 1 2025, 3:32 pm
highlightKey Highlights

দেশের শীর্ষ ফুটবল লিগ নিয়ে এই অনিশ্চয়তার মধ্যে ওড়িশা এফসি ৫ আগস্ট থেকে সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত করেছে।


আইএসএলের ভবিষ্যৎ নিয়ে এখনও ডামাডোল অব্যাহত। FSDL এর সঙ্গে AIFF এর চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই। ফলে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত রয়েছে ISL। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো ওড়িশা এফসি। ক্লাব কতৃপক্ষ সূত্রে খবর, আগামী ৫ আগস্ট, ২০২৫ থেকে ক্লাবের সঙ্গে সমস্ত খেলোয়াড় এবং কর্মীদের চুক্তি স্থগিত করা হবে। ক্লাবের তরফে জানানো হয়েছে, ফুটবলাররা যদি অন্য কোথাও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চান, তাতে কোনও আপত্তি থাকবে না তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File