দেশ

OBC | ধর্ম নয়, ওবিসি সংরক্ষণ হয়েছে আর্থিক অনগ্রসরর্তার ভিত্তিতে, জানাল কমিশন

OBC | ধর্ম নয়, ওবিসি সংরক্ষণ হয়েছে আর্থিক অনগ্রসরর্তার ভিত্তিতে, জানাল কমিশন
Key Highlights

আর্থিকভাবে প্রতিটি অনগ্রসর শ্রেণির অবস্থা খতিয়ে দেখার পরই ওবিসি সংরক্ষণ করা হয়েছে। স্পষ্ট ব্যাখ্যা দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশন।

শুক্রবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করে কমিশন যে পদ্ধতি ও প্রক্রিয়ায় ওবিসি তালিকা তৈরি করেছে তাঁর স্পষ্ট ব্যাখ্যা দিলো। তারা জানালো, সংরক্ষণের ক্ষেত্রে ধর্ম নয় প্রাধান্য দেওয়া হয়েছে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির অবস্থাকে। অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের অভিযোগ সমাজমাধ্যমে এবং বিভিন্ন আলোচনায় এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে। উল্লেখ্য, হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ওই রায়ে ওবিসি এ ও ওবিসি বি সাব ক্যাটেগরিও বাতিল হওয়ায় সংরক্ষণ দাঁড়িয়েছিল ৭%এ। রায়কে চ্যালেঞ্জ জানায় রাজ্য সরকার।