Karnataka | শিশুর ফেটে যাওয়া থুতনি জুড়তে ফেভিকুইক লাগলেন নার্স! 'সেলাই করলে আজীবন দাগ থেকে যায়'! দিলেন অজুহাতও

Friday, February 7 2025, 9:16 am
highlightKey Highlights

ফেটে গিয়েছে শিশুর থুতনি। কিন্তু ক্ষত স্থান জুড়তে সেলাইয়ের বদলে ফেভিকুইক লাগলেন নার্স!


ফেটে গিয়েছে শিশুর থুতনি। কিন্তু ক্ষত স্থান জুড়তে সেলাইয়ের বদলে ফেভিকুইক লাগলেন নার্স! এই ঘটনা ঘটেছে গত ১৪ই জানুয়ারি কর্ণাটকের হাভেরী জেলার হানাগল তালুকের আদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এতদিন পর প্রকাশ্যে আসে এই ঘটনা। জানা গিয়েছে, শিশুটির অভিভাবকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ওই নার্সের দাবি,  বছরের পর বছর ধরে এই পদ্ধতিতেই নাকি চিকিৎসা করে আসছেন তিনি। তার দাবি, সেলাই করলে আজীবন একটা দাগ থেকে যায়। কিন্তু ফেভিকুইক লাগালে তা হবে না। ইতিমধ্যে ওই নার্সকে বরখাস্ত করা হয়েছে, দায়ের হয়েছে মামলাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File