Kolkata Metro | শহরে বাড়ছে মেট্রোর সংখ্যা, কোন কোন রুটে বাড়তে চলেছে পরিষেবা?

Friday, August 8 2025, 6:10 pm
highlightKey Highlights

১১ তারিখ অর্থাৎ সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। শুধু সংখ্যা নয়, বাড়ছে মেট্রো পরিষেবার সময়ও।


স্তম্ভে ফাটলের দরুন বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তারই মাঝে খুশির খবর। বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ১১ তারিখ, সোমবার থেকে গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেকে দু’টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। গ্রিন লাইন ২ অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে আপ ডাউন মিলিয়ে চারটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। বাড়ছে পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটের মেট্রোর সংখ্যাও। এখন থেকে এই রুটে ৭২টি রেকের বদলে চলবে ৮০টি মেট্রো। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো বাড়ার কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File