HMPV | চিনে গত ১০ দিনে HMPV আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫২৯ শতাংশ! আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো স্কুল

Wednesday, January 8 2025, 8:14 am
highlightKey Highlights

চিন থেকে ভারত, মালয়শিয়া, জাপান, হংকং, কাজাকস্তান সহ বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে HMPV।


চিন থেকে ভারত, মালয়শিয়া, জাপান, হংকং, কাজাকস্তান সহ বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে HMPV। ভারতের মধ্যে কর্নাটক, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মোট আটজন আক্রান্তের খোঁজ মিলেছে। এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হলেও আতঙ্কিত হতে বারণ করছেন চিকিৎসকরা। কিন্তু এই আবহেই চিনে আতঙ্কে বন্ধ করে দেওয়া হল স্কুল। জানা গিয়েছে, সে দেশে গত ১০ দিনে HMPV আক্রান্তের সংখ্যা ৫২৯ শতাংশ বেড়েছে। উহানে ৫২৯ শতাংশ আক্রান্ত বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File