Rajya Sabha । রাজ্যসভায় কমলো বিজেপির শক্তি! অবসর নিলেন ৪ বিজেপি সাংসদ!
বিজেপির ৪ সাংসদ রাকেশ সিনহা, রাম সাকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি অবসর নিয়েছেন শনিবার।
রাজ্যসভাতে কমল বিজেপির শক্তি। বিজেপির ৪ সাংসদ রাকেশ সিনহা, রাম সাকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি অবসর নিয়েছেন শনিবার। এরফলে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হল ৮৬ জন এবং এনডিএ জোটের বর্তমান সদস্য সংখ্যা দাঁড়াল ১০১ জনে। বর্তমানে রাজ্যসভায় মোট ২২৬ জন সাংসদ রয়েছেন। এছাড়াও ১৯ টি সদস্যপদ এখনও খালি রয়েছে। জানা গিয়েছে, ওই চার জন সাংসদের পাশাপাশি বিজেপির আরও একজন সেপ্টেম্বরে অবসরে নিতে চলেছেন। তখন এনডিএ-র সদস্যপদ আরও কমে যাবে।