এক্সিকিউটিভ পদে নিয়োগ করছে NTPC
Tuesday, August 10 2021, 12:43 pm
Key Highlightsন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা NTPC এক বিশেষ বিজ্ঞপ্তিতে শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in থেকে চাকরির জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ৬ই অগাস্ট, ২০২১। এক্সিকিউটিভ কনসালটিং ও কনসালটেন্সি পদের জন্য মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে BE বা BTech এ ন্যুনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি সিনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য কমিউনিকেশন অ্যাডভারটাইজিং, পাবলিক রিলেশনস, মাস কমিউনিকেশন বা জার্নালিজমে স্নাতকোত্তর ডিগ্রিসহ ন্যুনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।