RG Kar Case | আধঘণ্টার মধ্যে শেষ হলো আরজিকর কাণ্ডের সুপ্রিম শুনানি! জমা পড়ল NTFর সুপারিশ
Thursday, November 7 2024, 10:38 am

সব পক্ষের রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে তিনবার পিছিয়ে গিয়েছিল আরজিকর কাণ্ডের শুনানি। বৃহস্পতিবার সেই শুনানি শুরুর আধঘণ্টার মধ্যে তাতে ইতি টেনে দেওয়া হল! সব পক্ষের রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শীর্ষ আদালত জানায়, যৌন হেনস্থা বন্ধ করতে হবে। NTFর সুপারিশ জানানো হবে সব রাজ্যকে। তদন্তের অগ্রগতির পরবর্তী রিপোর্ট চার সপ্তাহ পর জমা দেওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি। রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানান।