Howrah to Varanasi | বাঙালির কাশীধাম দর্শন হবে মাত্র ২ ঘন্টায়! হাওড়া টু বেনারস বুলেট ট্রেন চালুর পথে রেলমন্ত্রক

Sunday, April 6 2025, 4:03 pm
highlightKey Highlights

৭৬০ কিলোমিটার লম্বা এই প্রস্তাবিত বুলেট ট্রেন দেশের একাধিক বড় শহরের উপর দিয়ে যাবে। আর সেই রুট চালু হলে বাঙালির কাশীধাম দর্শনে যাওয়ার সময় কমে দাঁড়াবে মাত্র ২ ঘণ্টা।


ইতিমধ্যেই দেশের কোনায় কোনায় ছড়িয়ে বন্দে ভারত ট্রেন। ইতিমধ্যেই মুম্বই টু আমেদাবাদ রুটে বুলেট ট্রেন চালানোর প্রজেক্ট হাতে নিয়েছে কেন্দ্র। এরপরই কানাঘুষো শোনা যাচ্ছে বেনারস টু হাওড়া বুলেট ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে চলেছে ৩৫০ কিলোমিটার। এরফলে কলকাতা থেকে কাশী বিশ্বনাথের দরবারের দূরত্ব দাঁড়াবে মাত্র ২ ঘন্টা! ৭৬০ কিমি লম্বা এই বুলেট ট্রেনটি বক্সার, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর ও বর্ধমানের ওপর দিয়ে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File