দেশ

Puri | এখন আরো সহজে পৌঁছতে পারবেন শ্রীধামে! পুরী ভ্রমণের বিশেষ প্যাকেজ তৈরী করলো রেল

Puri | এখন আরো সহজে পৌঁছতে পারবেন শ্রীধামে! পুরী ভ্রমণের বিশেষ প্যাকেজ তৈরী করলো রেল
Key Highlights

পুরী ভ্রমণ এখন আরও সহজ করতে বিশেষ পদক্ষেপ করল রেল। জগন্নাথ ধামের সঙ্গে কোনারকের সূর্য মন্দির, চিলকা ঘোরার প‌্যাকেজ তৈরি করে ফেলেছে রেল।

এবার পুরী ভ্রমণের জন্যে বিশেষ প্যাকেজ তৈরী করলো রেল। এই প্যাকেজে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে ঘুরতে পারবেন কোনারকের সূর্য মন্দির, চিলকা সহ বহু দর্শনীয় স্থান। আইআরসিটিসির কতৃপক্ষ জানিয়েছেন, ‘জগন্নাথ ধাম ট্যুর প‌্যাকেজ’ নামে একটি প্যাকেজ তৈরী করেছে রেল কতৃপক্ষ। নির্দিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইন বা অফলাইনে এই প্যাকেজের টিকিট বুক করতে পারবেন। এই প্যাকেজে থাকছে ৪ দিন ৩ রাতের ভ্রমণ। ট্যুর প্যাকেজে দুই জন ভ্রমণে জনপ্রতি খরচ হবে ২২,৯৯০ টাকা।