Universal Pension Scheme | এবার সমস্ত ভারতীয় নাগরিক পাবেন পেনশন! 'ইউনিভার্সাল পেনশন স্কিম' চালুর কথা ভাবছে কেন্দ্র

Wednesday, February 26 2025, 3:49 pm
highlightKey Highlights

দেশবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার কথা ভাবছে কেন্দ্র। সূত্রের খবর, বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেন আর্থিক নিরাপত্তা থাকে সেই কথা ভেবেই নয়া পরিকল্পনা।


নতুন বছরে নয়া স্কিম চালু করার কথা ভাবছে কেন্দ্র। বিশ্বের নানা দেশে ইউনিভার্সাল পেনশন স্কিমের ব্যবস্থা আছে। এবার এই স্কিম ভারতেও চালু হচ্ছে। সূত্রের খবর, নির্মাণশ্রমিক, পরিচারিকা, ডেলিভারি পার্সন ইত্যাদি মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে এই প্রকল্প চালু করা হবে। তবে এই পেনশন স্কিমে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। স্কিমে নাম নথিভুক্ত করা লোকেরা নিজেদের সাধ্যমতো নির্দিষ্ট অর্থ জমা করবেন। ৬০ বছর বয়স হলে পেনশন পাবেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File