Novak Djokovic | অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয় পেলেন ৩৭ বছরী টেনিস তারকা নোভাক জকোভিচ

Friday, January 17 2025, 2:16 pm
Novak Djokovic | অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয় পেলেন ৩৭ বছরী টেনিস তারকা নোভাক জকোভিচ
highlightKey Highlights

শুক্রবার ম্যাচের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেললেন নোভাক জকোভিচ। টমাস মাচাকের বিরুদ্ধে ম্যাচটি তিনি জিতলেন ৬:১, ৬:৪, ৬:৪ ব্যবধানে।


চলছে অস্ট্রেলিয়ান ওপেন। শুক্রবার ম্যাচের তৃতীয় রাউন্ডে দুর্দান্ত খেললেন নোভাক জকোভিচ। টমাস মাচাকের বিরুদ্ধে ম্যাচটি তিনি জিতলেন ৬:১, ৬:৪, ৬:৪ ব্যবধানে। ৩৭ বছর বয়সী জকোভিচের সার্ভের উন্নতি দেখে খুশি কোচ অ্যান্ডি মারে। এই জয়ের ফলে ম্যাচের চতুর্থ রাউন্ডে পাকাপাকি জায়গা করেছেন এই সেলিব্রিটি টেনিস তারকা। পরের রাউন্ডে তিনি খেলবেন বিশ্বর‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা জিরি লেহেকার বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে তার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন ফরাসি ওপেন এবং উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File