Novak Djokovic | লক্ষ্য ছিল বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার, প্রথম সেট হারের পরেই ম্যাচ ছাড়লেন জকোভিচ!
Friday, January 24 2025, 8:57 am

হল না স্বপ্নপূরণ, সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দিলেন নোভাক জকোভিচ।
হল না স্বপ্নপূরণ, সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দিলেন নোভাক জকোভিচ। বিদায় নিলেন রড লেভার এরিনা থেকে। কোয়ার্টার ফাইনালে তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন জকোভিচ। কিন্তু শুক্রবার জেরেভের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর হয় জকোভিচের। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে আর লড়তে পারেননি জকোভিচ। ৭(৭)-৫(৫) ফলে প্রথম সেট যায় জেরেভের ঝুলিতে। তারপরেই ম্যাচ থেকে সরে দাঁড়ান জোকার। জানিয়ে দেন, চোটের কারণে আর খেলা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট