সেলিব্রিটি

ভাঙচুর 'মণিকর্ণিকা' অফিস! বিএমসির অভিযোগকে নস্যাৎ করলেন বম্বে হাইকোর্ট।

ভাঙচুর 'মণিকর্ণিকা' অফিস! বিএমসির অভিযোগকে নস্যাৎ করলেন বম্বে হাইকোর্ট।
Key Highlights

​কঙ্গনা রানাউতের পাশে দাঁড়ালেন বম্বে হাইকোর্ট। মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার অফিস ভাঙচুরের ঘটনায় এবার বৃহন্মুম্বই পুরসভার ভাঙচুরের নোটিসকে বেআইনি বলল আদালত। কঙ্গনার পালি হিলের যে অফিস ভাঙচুর করা হয়েছে, তা নতুন করে বাসযোগ্য করে তুলতে পারবেন অভিনেত্রী। পাশাপাশি ভাঙচুরের জেরে যে ক্ষতি হয়েছে কঙ্গনার, তার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে। বিএমসির ভাঙচুরের জেরে কঙ্গনার যে ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে ক্ষতিপূরণ দিতে বলেও জানানো হয়েছে বম্বে হাইকোর্টের তরফে।