আন্তর্জাতিক

Israel Attacks Iran | যুদ্ধ পরিস্থিতিতে নোটাম জারি ইরানে, ফিরলো এয়ার ইন্ডিয়ার ৩ ফ্লাইট!

Israel Attacks Iran | যুদ্ধ পরিস্থিতিতে নোটাম জারি ইরানে, ফিরলো এয়ার ইন্ডিয়ার ৩ ফ্লাইট!
Key Highlights

য়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী একটি ফ্লাইট মুম্বইয়ে ফিরেছে, দিল্লি থেকে ভিয়েনাগামী ফ্লাইট এবং মুম্বই থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইটও ফিরেছে মাঝ আকাশ থেকে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করেছেন,এদিন ভোররাতে ইরানের পরমাণু কেন্দ্র ও মিসাইল ভাণ্ডারগুলিতে ঢুকে হামলা চালিয়েছে ইজরায়েলি এয়ার ফোর্স। অস্তিত্বরক্ষার এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজ়িং লায়ন’। এর জেরে নোটাম জারি করে আকাশপথ বন্ধ করেছে ইরান। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে লন্ডনগামী একটি ফ্লাইট মুম্বইয়ে ফিরেছে, দিল্লি থেকে ভিয়েনাগামী ফ্লাইট এবং মুম্বই থেকে নিউ ইয়র্কগামী ফ্লাইটও ফিরেছে মাঝ আকাশ থেকে। ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছে ইন্ডিয়ান এমব্যাসি।